\'Sidhu Moose Wala কে খুন করেছে আমার গ্যাং\',জানাল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই

2022-08-24 1

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কি পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে খুন করেছে? এমন প্রশ্নে তোলপাড় শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ। সলমন খানকে খুনের হুমকি দেওয়া বিষ্ণোইয়ের হাতেই কি মুসওয়ালা খুন হন!পুলিশ এমন প্রশ্নের জবাব যখন হন্যে হয়ে খুঁজছে, সেই সময় কুখ্যাত গ্যাংস্টার নিজেই স্বীকার করল সবটা। সূত্রের তরফে মিলছে এমন খবর।